Metro Rail Service (Photo Credit: X@Lolita_TNIE)

শিয়ালদা দক্ষিণ শাখায় মঙ্গলবার সন্ধ্যার পর শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। মূলত শিয়ালদা এবং পার্ক সার্কাস স্টেশন এলাকা জলমগ্ন হওয়ায় বালিগঞ্জ থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলছিল। বুধবার সকাল থেকে ওই শাখায় পরিষেবা স্বাভাবিক রয়েছে।শিয়ালদা উত্তর এবং মেন শাখাতেও পরিষেবা মোটের উপর স্বাভাবিক। কিছু ক্ষেত্রে ট্রেন সামান্য দেরিতে হলেও বেশিরভাগ ট্রেন সময়ে চলছে বলে জানা গেছে রেল সূত্রে। হাওড়া থেকেও লোকাল ট্রেন পরিষেবা মোটের ওপর স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।

বৃষ্টির জল নামতেই  চালু রেল পরিষেবা, কী জানিয়ছিলেন পূর্ব রেলের সিপিআরও

 গতকাল পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "গত রাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে হাওড়া ইয়ার্ড এবং শিয়ালদহ ইয়ার্ডের মতো বিভিন্ন ইয়ার্ডে জল জমে থাকতে দেখা দিয়েছে। এর ফলে ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্বাভাবিক পরিষেবা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, বেশ কয়েকটি জায়গায় পাম্প স্থাপন করা হয়েছে, কিন্তু সংলগ্ন নিম্নাঞ্চলের কারণে, জল আবার প্রবাহিত হচ্ছে। হাওড়া বিভাগে, শহরতলির ট্রেনগুলি খুব কম বাতিল করা হয়েছে। মাত্র ২২টি লোকাল বাতিল করা হয়েছে।"

উল্লেখ্য, সোমবার রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে যায় কলকাতা ও শহরতলির রেল ও মেট্রো পরিষেবা। শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক লাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত হয়।

বুধবার সকাল থেকে শহরের সবক’টি লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার প্রায় সারাদিন টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যায় উত্তর দক্ষিণ মেট্রোয় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হয়। বুধবার ওই পথে মেট্রো স্বাভাবিক রয়েছে। ইস্ট ওয়েস্ট, নোয়াপাড়া-বিমানবন্দর, নিউ গড়িয়া-বেলেঘাটা এবং জোকা-মাঝেরহাট পথেও মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।