সোমবার ৬ঘণ্টার বৃষ্টিতে 'সর্বস্বান্ত' কলেজ স্ট্রিট! কলকাতা শহরের জল যন্ত্রণায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল কলেজ স্ট্রিট বই পাড়ার একাধিক দোকান ও প্রকাশনী সংস্থাকে। প্রতি বর্ষাতেই জল জমে যায় উত্তর কলকাতার এই অংশে, তবে বিনা পূর্বাভাসে এই এক রাতের বৃষ্টিতে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট সব জলের তলায় চলে যায়। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির সামনেও প্রায় এক কোমর জল। যার ফলে রাস্তার দুধারে থাকা প্রত্যেকটা দোকানেই জল ঢুকে গিয়েছে।
যেসব ছোট দোকান পুরনো বই বিক্রি করে, সাধারণত তাদের বসার জায়গার নীচেই বই রাখার ব্যবস্থা থাকে, যার ফলে রাস্তাঘাট জলে ভরে যাওয়ায় এককথায় 'সব শেষ'! বই-ব্যবসাবীদের দাবি, কারও ৭০-৮০ হাজার টাকার, কারও বা লক্ষাধিক টাকার বই নষ্ট হয়েছে। ভিজে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে বহু নতুন বই। তার মধ্যে থেকেও কিছু বই বাঁচানোর চেষ্টা চলছে।
গোটা কলেজস্ট্রিট জুড়ে ই শুকিয়ে কিছুটা হলেও আর্থিক ক্ষতি সামলানোর চেষ্টায় পুস্তক-ব্যবসায়ীরাঃ-
Asia’s largest second-hand book street in #Kolkata has also faced the brunt of the rain fury.
Big loss for the booksellers as piles of book now remain strewn under the sun on #CollegeStreet pic.twitter.com/8y1dzHLyAi
— Sreyashi Dey (@SreyashiDey) September 24, 2025
সোমবার রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয় কলকাতায়। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়। ৩৩২ মিলিমিটার। এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি। সোমবার রাত তিনটে থেকে ভোর চারটের মধ্যে প্রায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়। সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে। যেমন বাগজোলা, চড়িয়াল, চৌবাগা, তপসিয়া ইত্যাদি। এদিন সেটাও সম্ভব হয়নি। কারণ সবক’টি খালই জলে টুইটুম্বুর। জল বেরোবে কোথা দিয়ে! ফলে যা হওয়ার তাই-ই হয়েছে। মঙ্গলবার ভেসেছে কলকাতা।