Aunt Arrested for Physical Assault Nephew (Photo Credits: X)

দিনের পর দিন নিজের ভাসুরের নাবালক ছেলের উপর যৌন হেনস্থা চালানোর অভিযোগ, গ্রেফতার হলেন কাকিমা। উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) বাগদা (Bagdah) থানা এলাকার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। নির্যাতিত নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বাগদা থানার পুলিশ ধৃত মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে। বিচারক অভিযুক্ত মহিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বাগদা থানায় নাবালকের মা নিজের জা, দীপিকা বিশ্বাসের (৩৫) বিরুদ্ধে ছেলেকে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর ১৬ বছরের ছেলেকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন জা দীপিকা বিশ্বাস। নিজের যৌন লালসা মেটাতে নাবালককে বাধ্য করতেন তিনি। শুধু তাই নয়, ঘনিষ্ঠ হওয়ার ছবি, ভিডিয়ো দেখিয়ে চলত ভয় দেখানো। সঙ্গমে রাজি না হলে কিংবা এই সমস্ত কিছু পরিবারকে জানালে ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন অভিযুক্ত।

ভাসুরের নাবালক ছেলের সঙ্গে যৌনতাঃ

নাবালকের পরিবারের তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত মহিলা দীপিকা বিশ্বাসকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ৩১ জানুয়ারি পর্যন্ত অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।