Khagen Murmu Kissing Woman During Campaign: মহিলাটি আমার মেয়ের মতো! প্রচারের মাঝে মহিলাকে চুমু দেওয়া বিতর্ক সাফাই দিলেন খগেন মুর্মু

এমনতিেই বঙ্গ বিজেপি পুরোনো রেকর্ড ভাঙতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। এর মাঝে মহিলাদের প্রকাশ্যে চুমু দিতে বিতর্কের শিরোনামে উঠে এসেছে গেরুয়া শিবিরের সাংসদ। ২০১৯-এ সিপিএম থেকে বিজেপিতে এসে সাংসদ হয়েছেন খগেন মর্মু। সম্প্রতি মালদা উত্তরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সেখানে মহিলাদের পিঠে হাত দেওয়া থেকে শুরু করে জড়িয়ে ধরে গালে চুম্বনও করলেন।

আর সাংসদের এই কীর্তি ভাইরাল হল সোশ্যাল ্মিডিয়ায়। যেখানে তাঁকে কমেন্টের মাধ্যমে তুলোধনা করে তৃণমূল নেতৃত্ব। ভিডিওর স্ক্রিনশট ছেড়ে তাঁদের উদ্দেশ্যে বলেন, বিজেপি নারীদের অসম্মান করার জন্য বরাবরই এগিয়ে থাকে। বিজেপি বাংলার মা-বোনের মর্যাদা ভবিষ্যতে নীচে নিয়ে আসবে।

যদিও এই প্রসঙ্গে খোদ খগেন মুর্মু বলেন, মহিলাটি তাঁর মেয়ের মতো ছিল। তাই স্নেহের কারণে চুম্বন করেছি। অন্যদিকে ওই মহিলাও বিজেপি প্রার্থীর সমর্থনে, একজন বাবার বয়সী কোনও ব্যক্তি যদি আমার গালে চুমু দেয় তাতে সমস্যা কোথায়? এতে কোনও দোষ নেই। এরজন্য নোংড়া মানসিকতাই একমাত্র দায়ী।