Kaliganj Assembly Bypoll: আর বছরখানেক পরেই বাংলায় বিধানসভা নির্বান। তার আগে আগামী মাসে রাজ্যের এক বিধানসভা আসনে উপনির্বাচন। গত ২ ফেব্রুয়ারি প্রয়াত হন নদিয়া জেলার কালীগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ । তাঁর প্রয়াণে খালি হয়ে যাওয়া কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২৩ জুন। তবে গত বছর সেপ্টেম্বরে হাজি নুরুল ইসলামের প্রয়াণের পরেও এখনও বসিরহাট লোকসভা উপনির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হল না। এই আসন নিয়ে এখনও আইনি জটিলতা আছে।

২০২১ ভোটে ৪৭ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ

২০২১ বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী বিজেপির অভিজিত ঘোষকে প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ (লাল)। কালীগঞ্জে ২০১১ বিধানসভা ভোটে প্রথমবার জিতে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের নাসিরুদ্দিন (লাল)। তবে ২০১৬ বিধানসভায় তিনি কংগ্রেসের হাসানুজম্মান এসকে-র কাছে হেরে গিয়েছিলেন।

১১-০ লক্ষ্য তৃণমূলের

২০২৪ সালের এপ্রিলে লোকসভা ভোটের পর বাংলায় মোট দশটি কেন্দ্র উপনির্বাচন হয়েছে। সেগুলি হল- মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট (দক্ষিণ), মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, সিতাই, হাড়োয়া ও মাদারিহাট। উপনির্বাচনে এই দশটি আসনেই অনায়াসে জিতেছে তৃণমূল। এগুলির মধ্যে বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ  ও মাদারিহাট বিজেপির দখলে থাকলেও এবার সেখানে জিতে নিয়েছে দিদির দল। কৃষ্ণনগর লোকসভায় মহুয়া মৈত্র-র গড়ে এই আসন ধরে রাখতে তৃণমূল কাকে প্রার্থী করে সেটাই দেখার। অন্যদিকে, গত কয়েক বছরে এখানে নিজেদের সংগঠন মজবুত করা বিজেপি কালীগঞ্জে কাকে দাঁড় করায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাংলায় লোকসভা নির্বাচনে তৃণমূলের দুরন্ত ফলের পর থেকে রাজ্যে মোট ১০ বিধানসভা উপনির্বাচনের সব কটাতেই বড় ব্যবধানে জেতে তৃণমূল। মানিকতলা, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়ার মত কেন্দ্র নিজেদের দখলে রেখে, তৃণমূল জেতে বিজেপির দখলে থাকা বাগদা, রায়গঞ্জের মত আসনেও। এমনকী কখনও জিততে না পারা মনোজ টিগ্গার আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও বড় ব্যবধানে জেতে তৃণমূল। কালীগঞ্জে ভোট ঘোষণা হতেই এবার তৃণমূলের লক্ষ্য ১১-০। আর বিজেপি চাইছে উপনির্বাচনে রাজ্যের শাসক দলের বিজয়রথ থামাতে।