দেশে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল বিজেপি। কেন্দ্র নিয়ন্ত্রিত এই দলে দিল্লি থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনুযায়ী বাকি রাজ্যে নেতাকর্মীকে মেনে চলতে হয়। এমনকী কোন স্লোগান দেশজুড়ে চলবে সেটাও ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। এতদিন বঙ্গেও সেই শৃঙ্খলা মেনেই দল চালাত রাজ্য নেতৃত্ব। তবে এবার কি তাহলে সেই নিয়মকানুন ভাঙতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই এবার খোদ নিজেই দলীয় সভায় সাফ জানিয়ে দিলেন, আর তিনি সব কা সাথ সব কা বিকাশ বলবেন না। বরং এবার তিনি বলবেন, যো হামারি সাথ, হাম উনকা সাথ। অর্থাৎ তাঁর এই বক্তব্য শুনে স্পষ্ট যে এই রাজ্যে দল কীভাবে চলবে তা কেন্দ্রর কথায় পুরোপুরি চলবে না। বরং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের খাতিরে নিজেদের মতো করে দল চালাতে চান শুভেন্দু অধিকারী।
এদিন সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে দলীয় সভায় শুভেন্দু বলেন, "আমরা একসাথে লড়ব, হিন্দুদের বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আগে আমিও রাষ্ট্রবাদী মুসলিম বলেছি। আপনারা বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। কিন্তু এগুলো এখন আর বলবো না। বরং বলবো, যো হামারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ সব কা বিকাশ বন্ধ করো, কোনও দরকার নেই সংখ্যালঘু মোর্চার"। শুভেন্দু যখন এই বক্তব্য রাখছিলেন তখন অতিথি হিসেবে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর।
প্রসঙ্গত, এদিনের বক্তব্যের মাধ্যমে শুভেন্দু স্পষ্ট বুঝিয়ে দিলেন এই রাজ্যে বিজেপি সরকারে আনতে গেলে কেন্দ্রের দেখানো পথ দিয়ে হাটলে চলবে না। কিন্তু এই লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিজেপির যা অবস্থা হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট যে শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভরসা রাখলে আগামী দিনে বড় বিপদ ঘনিয়ে আসছে। ফলে এখন অন্য সম্প্রদায়ের ভোটারদের পাশে থাকতে হবে। সেক্ষেত্রে শুভেন্দুর এই দাবি কতটা প্রভাব ফেলবে বঙ্গ রাজনীতিতে, তা আগামী দিনেই বোঝা যাবে।