অচলাবস্তা চলছে NRS-এ(Photo Credit-ANI)

কলকাতা, ১৩ জুন: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে 'জয় শ্রী রাম'(Jai Shree Ram)স্লোগান নিয়ে বিজেপি (BJP)-র খোঁচা অব্যাহত। এনআরএস কাণ্ডে চাপে পড়ে যাওয়া রাজ্য সরকারকে খোঁচা মারতে ছাড়লেন না বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুরের সাংসদ NRS- কাণ্ডেও টানলেন 'জয় শ্রী রাম' স্লোগানের প্রসঙ্গ। দিলীপ ঘোষ সাফ বললেন, 'NRS-হাসপাতালে গেলে মমতা ব্যানার্জিকে 'জয় শ্রী রাম' স্লোগান শুনতে হত, তাই তিনি ভয়ে সেখানে যাননি।' মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার মুখ নেই বলেও দিলীপের দাবি।

এদিকে, আজ NRS-কাণ্ডে এবার পাল্টা অবরোধের পথে হাঁটলেন রোগীর পরিবারের আত্মীয়জনরা। আজ সকালে ফের নতুন করে উত্তেজনার পারদ চড়ল। এনআরএস-এর সামনে এজেসি বোস রোড অবরোধ করলেন রোগীর আত্মীয়রা। আরও পড়ুন-আজ রাজভবনে রাজ্যপালের ডাকে সর্বদল বৈঠক, আমন্ত্রিত তৃণমূল কংগ্রেসও

গতকাল বিকেলের থেকে শোনা যাচ্ছিল ডাক্তারদের কর্মবিরতিতে সমস্যায় পড়ে যাওয়া রোগীদের দিকে চেয়ে NRS-যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত মমতা সেখানে যাননি। তা নিয়ে দিলীপের কটাক্ষ, '' উনি ওখানে যাওয়ার সাহস দেখাতে পারেননি। ওখানে গেলে বিক্ষোভের মুখে পড়তেন।'জয় শ্রী রাম' বলে স্বাগত জানাতেন জুনিয়র ডাক্তাররা। এরপর হেলিকপ্টারে নবান্নে যাবেন''। এরপর বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন,''রাজ্যের সমস্ত সরকারী হাসপাতালে পরিষেবা বন্ধ। বেসরকারি হাসপাতালের পরিষেবাও ব্যাহত রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ রোগী আসেন। অনেকে ক্যানসারে আক্রান্ত। কী অবস্থায় আছেন তাঁরা! ডাক্তাররা আজকে পরিষেবা দেননি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? তাঁরা বাধ্য হয়েছেন। তাঁরা বিপন্ন। একাধিক হাসপাতালে এমন ঘটনা ঘটেছে।

বিকেল পাঁচটায় রোগী মারা গেল, আর রাতে NRS অবাধে ঢুকে পড়ল দুষ্কৃতীরা। হাসপাতাল মারপিট করার জায়গা?''আর এর পিছনে প্রশাসনের গাফলতিই দেখছেন দিলীপ। সন্দেশখালি প্রসঙ্গেও মমতাকে খোঁচা মারতে ছাড়েনি দিলীপ। দিলীপ বলেন, ''যাদের দুধ খান মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই সন্দেশখালিতে খুন করেছে। গতবছর কলকাতা মেডিক্যালেকে হাসপাতালে হামলা করেছে। আইনে বাইরে গিয়ে খালি মমতাকে ভোট দেওয়ার অধিকারে আইনশৃঙ্খলাকে বিপন্ন করছে একটি বিশেষ সম্প্রদায়। বিজেপির উপরে হামলা করা হচ্ছে। গত এক বছরে একটাও এফআইআর দেখলাম না। কেউ সাজা পেল না।"