কলকাতা, ১৬ ডিসেম্বর: 'বাংলাকে দখল করার ওদের পরিকল্পনা ভেস্তে দেব। রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি দিন। রক্ত দিয়ে চিঠি লিখুন। অধিকার বুঝে নিন তবে শান্তিপূর্ণ ভাবে। দেশ আমাদের সবার। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। শান্তিতে মিছিল মিটিং করুন। আইন হাতে তুলে নেবেন না। ওরা আগুন লাগিয়ে উসকে দিতে চাইছে কোনও ফাঁদে পা দেবেন না। গণআন্দোলনে অংশ নিন, নাগরিক অধিকার বুঝে নিন। বাংলায় কালা আইন মানছি না। এনআরসি ক্যাব (CAA) মানছি না।' সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধিতায় (NRC) পথে নেমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হাঁটলেন তৃণমূলনেত্রী।
সঙ্গে দলীয় নেতা মন্ত্রী ও সমর্থকরা ছাড়াও কাতারে কাতারে মানুষ এদিন মুখ্যমন্ত্রীর ডাকা গণআন্দোলনের মিছিলে পা মেলান। ঠাকুর বাড়ির সামনের মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ঠাকুরবাড়িকে সাক্ষী রেখে বলেন, “একদিন বঙ্গভঙ্গ রদ করার জন্য পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিজেপি কোথা থেকে এসে সেই বাংলার মানুষকে ভাগ করতে চাইছে। সবাইকে একসঙ্গে রাখবে না আবার বলছে সবকা সাথ সবকা বিকাশ। তাহলে সবার বিকাশ হবে কী করে? এই ইস্যুকে সামনে রেখে বিজেপি যদি বাংলার সরকার ফেলে দিতে চায় দিতে পারে। তবুও এনআরসি ও সিএবি বিরোধী আন্দোলন থেকে একপা-ও সরব না। এনআরসি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। বিজেপির দালালদের আমি ক্ষমা করি না। কারোর ফাঁদে পা দেবেন না। এখানেই আমাদের কাউকে কাউকে রীতিমতো টাকাপয়সা দিয়ে কিনে নিয়ে আগুন জ্বালানোর কাজ করা হচ্ছে। ট্রেনে আগুন দেবেন না। সরকার এমনিতেই কত ট্রেন বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। যারা আপনাদের পাশে আছে তাঁদের কেন বিপদে ফেলছেন। শান্তিতে গণ আন্দোলনে যোগ দিন। হিংসাত্মক পথে কিছু করবেন না।” আরও পড়ুন-Priyanka Gnadhi: ‘কাপুরুষ সরকার’, জামিয়ার পড়ুয়াদের উপরে পুলিশি অত্যাচারের ঘটনায় কেন্দ্রকে তুলোধনা প্রিয়াঙ্কার
WB CM: Only BJP will remain here&everyone else will be made to leave-it's their politics. It'll never happen. India is everyone's. Agar sabka sath nahi rahega toh sabka vikas kaise hoga? Who is the #CitizenshipAct for? We're all citizens. Didn't you cast vote?Don't you live here? pic.twitter.com/exJNJenXsh
— ANI (@ANI) December 16, 2019
Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee takes out a protest march against #CitizenshipAmendmentAct and #NRC pic.twitter.com/wWjHziRaLz
— ANI (@ANI) December 16, 2019
নাগরিকত্ব আইনের প্রতিবাদে তিনিও সায় দিয়েছেন। তবে তাণ্ডব চালিয়ে প্রতিবাদ নয় আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবুও, অশান্তি পুরোপুরি থামানো যায়নি। রবিবারও প্রতিবাদের নামে জেলায় জেলায় বিক্ষোভ হয়, আগুন জ্বলে। এদিন সেসবেরও জবাব দিলেন মমতা।