প্রতীকী ছবি (File Photo)

নন্দীগ্রামে (Nandigram) কী কমছে তৃণমূল কংগ্রেসের দাপট? সেই কারণেই কী প্রশাসনকে হাতে রাখতে তড়িঘড়ি আইসি বদল করল রাজ্য পুলিশ। এমনিতেই এই কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি। তার ওপর পুলিশ প্রশাসনও যদি হাতের বাইরে চলে যায়, তাহলে সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। আর তার সাম্প্রতিকতম নিদর্শন হল বিগত ১৮ দিনে তৃণমূলের দুই কর্মীর মৃত্যু। প্রথমটি ঘটেছিল গত ৮ ডিসেম্বর। তারপরে ঘটল গত ২৫ ডিসেম্বর। মাত্র এই কয়েকদিনের মধ্যে দুই কর্মীর মৃত্যুর পরও এখনও কেউ গ্রেফতার হয়নি।

আর এরমধ্যেই রাতারাতি বদলে গেল নন্দীগ্রাম থানার আইসি। অনুুপম মণ্ডলকে সরিয়ে আপাতত সেখানকার ডিএসপি তুহিন বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অনুপম মণ্ডলকে আপাতত জেলা আইবি-তে পাঠানো হয়েছে। যদিও নতুন আইসি কে হবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই বদলি যে রাজনৈতিক কারণে হয়নি, তা আগে থেকেই সাফাই দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ। জানানো হয়েছে, এটা নেহাতই রুটিন বদলি।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর নন্দীগ্রামের এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই সময়ও বিজেপির দিকেই আঙুল তুলেছিল ঘাসফুল শিবির। সেই ঘটনার পর আবার ২৫ ডিসেম্বর ঘটে আরেকটি ঘটনা। বৃন্দাবনচক গ্রাম থেকে উদ্ধার হয় মহাদেব বিষয়ী নামে আরেক তৃণমূল কর্মীর দেহ। যদিও সেই ঘটনার পরেও এখনও কোনও অভিযুক্ত গ্রেফতার হয়নি।