Amit Shah (Photo Credit: ANI/X)

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ড নিয়ে বেশ কয়েকমাস ধরেই উত্তাল শহর কলকাতা। বিগত কয়েকমাস ধরেই প্রতিবাদ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসক, সাধারণ মানুষ সকলে। এই অবস্থার বঙ্গ বিজেপি যেভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে শাসক দলকে চাপে ফেলার চেষ্টা করেছে, সেভাবে দলের শীর্ষ নেতৃত্বকে কখনই এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কখনই প্রকাশ্যে তৃণমূল সরকারের বিরোধীতা করতে দেখা যায়নি। এমনকী সাম্প্রতিককালে শাহের বঙ্গ সফরেও আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে সমালোচনাও করেছে শাসক দল।

তবে এতকিছুর পরেও মৃত চিকিৎসকের পরিবার আশাবাদী রয়েছেন শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে। বুধবার তরুণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমাদের সঙ্গে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবেন। ফোনে আমাদের সঙ্গে কথা হয়েছে। তবে কবে কখন তাঁদের সঙ্গে দেখা হবে সেই নিয়ে এখনই কিছু জানানো যাবে না। এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের পক্ষ থেকেও সদর্থকভাবে সবকিছু জানানো হয়েছে।