বঙ্গ সফরে এসে একাধিক ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর বক্তৃতায় কখনও উঠে এল অনুপ্রবেশ প্রসঙ্গ, কখনও আবার ধর্ষণের কথা। গত বছর আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে। সম্প্রতি কসবায় ল’ কলেজে ধর্ষণের ঘটনা নিয়ে ফের উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ধর্ষণের ঘটনাগুলি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব মোদী
তিনি বলেন, এই সরকার মা, মাটি, মানুষের জন্য কথা বলে। আর এই বাংলাতেই মেয়েদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, তা একদিকে যেমন কষ্ট দিচ্ছে, অন্যদিকে তেমন ক্ষোভের আগুন বাড়িয়ে দিচ্ছে। এটা সেই মাটিতে হচ্ছে যেখানে কাদম্বিনী গাঙ্গুলির মতো নারী জন্মেছে। উনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন, আজ তাঁর জন্মদিন। এখন এই বাংলার হাসপাতালও নারীদের জন্য সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন আরজি কর হাসপাতালের ঘটনার পর এই তৃণমূল সরকার কীভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছিল।
নির্মমতা থেকে বাংলাকে মুক্ত করতে হবে
কসবায় ধর্ষণের ঘটনা নিয়েও সরব প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার একটি কলেজেও ধর্ষণের ঘটনা ঘটল। সেখানেও এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ আবার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ এক যুবকের বিরুদ্ধে। তৃণমূলের নেতামন্ত্রীরা অভিযুক্তের বদলে নির্যাতিতাকেই দোষী বলছেন। এরকম অনেক ঘটনা ঘটছে যা তৃণমূলের নির্মমতার সাক্ষী রয়েছে। আমরা এই নির্মমতার থেকে বাংলাকে মুক্ত করতে চাই।