Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

রাস্তা আটকে টাকার দাবি। সেই টাকা না দিতে পারায় ড্রাইভারের ওপর চড়াও সিভিক পুলিশ। মারের চোটে ফেটে যায় মাথা। পাল্টা বাকি ট্রাক চালকদের নিয়ে আহত অবস্থায় জাতীয় সড়ক আটকে প্রতিবাদ করলেন আক্রান্ত চালক। সেই সঙ্গে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে (Civic Volunteer) জুতো দিয়ে বেধড়ক পেটালেন বৃদ্ধ। আর সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সোশাল মিডিয়ায়।

আহত ট্রাক চালক

জানা যাচ্ছে, গত বুধবার বর্ধমানের বুদবুদের কাছে জাতীয় সড়ক ১৯-এর ওপর কলকাতাগামী একটি পণ্যবাহী ট্রাক আটকায় এক সিভিক পুলিশ। অভিযোগ, যুবক চালকের থেকে টাকা চায়। কিন্তু কাগজপত্র ঠিক থাকায় সে টাকা দিতে অস্বীকার করে। তখনই ঝামেলার সূত্রপাত। জানা যাচ্ছে, বৃদ্ধ চালকের মাথায় আঘাত করে সিভিক পুলিশ। আর তাতে গুরুতর আহত হন তিনি।

ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ

তখন বাকি ট্রাক চালকরা এই ঘটনার প্রতিবাদ করেন। ঘিরে ধরেন অভিযুক্ত সিভিক পুলিশকে। তখন আক্রান্ত চালক অভিযুক্ত সিভিককে ধরে মারধর করে। ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ। তাতেও তাঁকে আটকানো যায় না। কার্যত হাত চিপে ধরে চটি দিয়ে বেধড়ক মারধর করা হয় ভলেন্টিয়ারকে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।