WBCHSE WB HS Result 2024 Photo Credit: File Credit

উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল (Higher Secondary First Semester Result) আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে,  সোমবার এই ঘোষণা করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে তিনি এক প্রশ্নের উত্তরে জানান, নতুন পদ্ধতিতে এই প্রথম সেমিস্টার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ও এম আর (OMR), শিটে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ও তা সন্তোষজনক। সেইসঙ্গে তিনি আরও বলেন, প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনও অনিয়ম পর্যন্ত ধরা পড়েনি।

তিনি জানান, ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর OMR শিটের স্ক্যান ইমেজ আপলোড করা হবে সংসদের পোর্টালে। প্রায় ৪০ লক্ষ শিট আপলোডের জন্য পর্যাপ্ত সার্ভার ব্যান্ডউইথ নিশ্চিত করতে কিন্ত যথোপযুক্ত সময় লাগবে।

সাংবাদিক সম্মেলনে এদিন, পড়ুয়াদের অভিযোগের জবাবে তিনি বলেন, সমস্ত বই হাতে না পাওয়ার যে সমস্যা একমাসের বেশি স্থায়ী ছিল না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও আপলোড করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে।

এদিকে, পরীক্ষায় ৫,৫২৭ জন অনুপস্থিত থাকলেও উপস্থিতির হার ভালো। ৪৯৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী অংশ নিয়েছে। কোনও ইলেকট্রনিক গ্যাজেট ধরা পড়েনি।

পরীক্ষার প্রশ্নপত্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে, জেরক্স করলেও উৎস খুঁজে পাওয়া অল্প সময়ের মধ্যে সম্ভব।