Roopa Ganguly On Guwahati-Bikaner Express Derailment (Photo Credit: Twitter/ANI/Facebook)

কলকাতা, ১৪ জানুয়ারি: গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার (Guwahati-Bikaner Express Derailment) প্রকৃত কারণ কী, তা প্রকাশ্যে আনতে সিবিআই তদন্ত করা হোক। এবার এমনই দাবি করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।  বৃহস্পতিবার গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন রূপা (Roopa Ganguly)।  তিনি প্রশ্ন তোলেন, ট্রেন কি নিজেই ডিরেল হয়? রেল ট্র্যাক কি বোঝে সামনেই নির্বাচন, রেল নিয়ে অনেকদিন কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলার অভিযোগ তোলেন বিজেপি (BJP) নেত্রী।  এরপরই গতকালের ঘটনায় যাতে সিবিআই (CBI) তদন্ত হয়, সে বিষয়ে সওয়াল করেন রূপা গঙ্গোপাধ্যায়। দেখুন কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়...

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর বিজেপি নেতাকে দল বিরোধী কথা বলতে শোনা যায়।  কেউ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আবার কাউকে প্রকাশ্যে পদ্ম শিবিরের বিরোধিতা করে দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়তে দেখা যায়।  বাবুল সুপ্রিয় (Babul Supriyo) থেকে শুরু করে সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদেব পাণ্ডা, শান্তনু ঠাকুর, জয় বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।  কেউ পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুলে ফিরে গিয়েছেন, কেউ আবার বিজেপির পতাকার নীচ থেকে সরবেন কি না, তা  না জানিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন।  ফলে বিজেপিতে বিদ্রোহীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।  রূপা গঙ্গোোপাধ্যায় হোাটস অ্যাপ গ্রুপ ত্যাগ করেননি কিংবা অন্য কোনও ফুলেও যাননি।  তবে মাঝে মধ্যে তাঁর বিদ্রোহী ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Guwahati-Bikaner Express Derailment: দুর্ঘটনাগ্রস্থদের সঙ্গে জলপাইগুড়ির হাসপাতালে দেখা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার পর সেই ধারা অব্যাহত।  দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি করলেন পর্দার 'দ্রৌপদী'।