দুর্গাপুরের গণধর্ষণকাণ্ডের (Durgapur Gang Rape Case) তদন্তের অগ্রগতি অনেকটাই হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৬ অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে গিয়েছে। তবুও এই রাজ্যের পুলিশ ও প্রশাসনের ওপর বিন্দুমাত্র আস্থা নেই ওড়িশা নিবাসী তরুণীর পরিবারের। তাই নির্যাতিতার বাবা ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনা কারণে বুধবারই রাজ্যে আসেন ওড়িশা সরকারের প্রতিনিধি দল। যার মধ্যে ছিলেন বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ ষাড়েঙ্গি। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে এই ইস্যুতে বৈঠকও করেন তিনি।

নির্যাতিতার সঙ্গে দেখা করেন প্রতাপ ষাড়েঙ্গি

জানা যাচ্ছে, ষাড়েঙ্গিরা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গিয়েছিলেন। সেখানে নির্যাতিতা তরুণীর সঙ্গে কথাও বলেন। বিজেপি সাংসদের কথায়, নির্যাতিতা শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। হাসপাতালে ঢুকতে প্রথমে বাধা দিয়েছিল পুলিশ। তবে শেষমেশ নির্যাতিতার সঙ্গে দেখা হয় প্রতিনিধি দলের। প্রসঙ্গত, ষাড়েঙ্গির সংসদীয় এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা। ফলে সেই কারণেই তিনি দেখতে এসেছিলেন। পরিদর্শনের পর রাজ্যের পুলিশ ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

দেখুন সিভি আনন্দ বোসের মন্তব্য

প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের

এদিকে বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক সেরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “বিগত কয়েকবছরে রাজ্যে এটাই প্রথম ধর্ষণের ঘটনা নয়। এই রাজ্যে এখন মাঝেমধ্যেই এই ধরণের ঘটনা ঘটছে। আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই রাজ্য এখন মেয়েদের জন্য নিরাপদ নয়। এই নিয়ে এবার আমাদের উচিত চোখ খোলা, প্রতিবাদ করা উচিত”।