শিলিগুড়ি, ৩১ মার্চ: সব জল্পনা উড়িয়ে এবারও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি-কেই সমর্থন করার কথা ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। গুরুংয়ের সমর্থনের কারণেই গত দুটি লোকসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির সহজ জয় হয়েছে। কিন্তু সমস্যা হল, বিজেপি-কে সমর্থন করে পৃথক গোর্খাল্যান্ড আদায়ের মুল দাবির ধারেকাছেও যেতে পারেননি গুরুং। এতে পাহাড়ে তাঁর জনপ্রিয়তা অনেকাংশেই ধাক্কা খেয়েছে। মাঝখানে উধাও হয়ে যাওয়ার পর তৃণমূলের সমর্থনে দার্জিলিংয়ের রাজনীতিতে জায়গা পেয়েছিলেন গুরুং।

একটা জল্পনা ছিল, এবার হামরো পার্টির সঙ্গে হাত মিলিয়ে বিজেপি-র বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার করতে পারেন গুরুং। কিন্তু গত দু দিন ধরে সবদিকের জল মেপে কোনও ঝুঁকি না নিয়ে আগের খেলার ছকেই দার্জিলং লোকসভা কেন্দ্রে বিজেপির বিদায়ি সাংসদ রাজু বিস্তা-কেই সমর্থনের কথা জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান।

দেখুন ভিডিয়ো

গুরুংয়ের সমর্থনে বিজেপির কাছে খুশির খবর ঠিকই, আবার অস্বস্তিরও। কারণ গুরুংকে তার গড়ে প্রাসঙ্গিক থাকতে হলে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলতেই হবে। সেটা আবার রাজ্য বিজেপির নেতাদের কাছে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। তবে ভোটের অঙ্কের হিসেব হল, গুরুংয়ের সমর্থন আদায় করে পাহাড়ের অন্তত তিনটি বিধানসভা থেকে বড় লিড পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল পদ্ম শিবিরের। প্রসঙ্গত, দার্জিলিংয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কার্শীয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তৃণমূল সেখানে প্রার্থী করেছে গোপাল লামা-কে।