কলকাতা, ১৮ জুন, ২০১৯: সুজেট কাণ্ডের পর রাতের কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেদিল এই ঘটনা। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল যুবকের হাতে আক্রান্ত হলেন অভিনেত্রী মডেল এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত। মঙ্গলবার কাজ শেষ করে বাইপাসের(EM Bypass) ধারের একটি পাঁচতারা হোটেল থেকে এক সহকর্মীর সঙ্গে উবারে চেপে বাড়ি ফিরছিলেন তিনি।
এক্সাইড মোড় থেকে গাড়ি এলগিন রোডের দিকে যেতেই একটি বাইক এসে উবারে ধাক্কা মারে। উবার থামতেই ওই বাইকচালক এবং তাঁর বন্ধুরা এসে ঝামেলা শুরু করেন। উবার চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ঘটনাস্থলে অন্তত ১৫ জন যুবক ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ঊষসী। তাঁকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টাও করা হয়। হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় মোবাইল। পুলিশের কাছে জানাতে গেলে এটা এই থানার বিষয় নয় বলে এড়িয়ে যাওয়া হয়। পরে এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন, রাহুল গান্ধী নন, লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী
ফেসবুকে ঊষসী লিখেছেন(Ushasi Sengupta), আমি গাড়ি থেকে নেমে ভিডিও করতে শুরু করি। দৌড়ে ময়দান থানায় যাই। এক অফিসার দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ওটা ভবানীপুর থানার (Bhavanipur Police station) ঘটনা। আমি হাতজোড় করে অনুরোধ করি, আপনি চলুন, না হলে ড্রাইভারকে মেরে ফেলবে। উনি গিয়ে ওদের বলেন, ঝামেলা করছ কেন? ওরা অফিসারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সব কিছু মিটে যাওয়ার পর ভবানীপুর থানা থেকে দু’জন অফিসার গিয়েছিলেন।’
চারুমার্কেট থানার পুলিশ জানিয়েছে, ঊষসীর এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করার পর খতিয়ে দেখা হয় ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। তার পরেই ওই শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান নামে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।