কর্মজীবনে ইতি টেনে বেশিরভাগ পুলিশকর্তাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। বিশেষ করে শাসক দলেই অনেকে যোগ দেন। তবে কলকাতা পুলিশের প্রাক্তন আইজি সেই পথে হাঁটেননি। রাজনীতিতে সরাসরি যোগ না দিলেও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে স্পষ্ট বক্তব্য রাখার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। যদিও তাঁর মন্তব্যও মাঝেমধ্যে বিতর্ক সৃষ্টি করেছিল। আরজি কর ইস্যু নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনার জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলাও। সেই পঙ্কজ দত্তের মৃত্যু হল বারানসীতে। তাঁর মৃত্যু শোকস্তব্ধ সকলে।

জানা যাচ্ছে, বারানসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়েছিল। তারপরেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা। তবে শনিবার সব যুদ্ধের ইতি ঘটল। বারানসীর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, সিপিএম নেতা, সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।