Sex Racket, Representational Images Photo Credit: PTI)

খড়গপুরে মধুচক্রের আসর ভাঙল পুলিশ। বুধবার রাতে গোপালী এলাকার একটি লজে তল্লাশি চালিয়ে ৩-৪ মহিলা ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত মহিলারা দেহব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং যুবকটি লজের ম্যানেজার ছিল বলে জানা গিয়েছে। যদিও এই হোটেলের মালিক তথা বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস ওরফে টিঙ্কুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে সে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে টিঙ্কু বিজেপি নেতা শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) অত্যন্ত ঘনিষ্ঠ নেতা।

জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল যে এই লজে হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে মধুচক্রের আসর বসেছিল। অভিযুক্তরা সকলেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার দুটি হার্ডডিস্ক, বেশ কয়েকটি কনডমের প্যাকেট ও ইউপিআই স্ক্যানার উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে এই স্ক্যানারগুলির মাধ্যমেই মহিলাদের টাকা পাঠানো হত। সবকিছুই ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

যদিও এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস দখল করতে চাইছিল। এর আগেও একাধিকবার চক্রান্ত করেছিল কিন্তু কোনওবারই তাঁরা সফল হয়নি। মধুচক্রের ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও সাজানো। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছে।