প্রতীকী ছবি

কলকাতা: মাংসখেকো ব্যাকটেরিয়ার (Flesh-Eating Bacteria) প্রকোপে কলকাতার আরজি কর হাসপাতালে (RGKMCH) মৃত্যু হল উত্তর ২৪ পরগনার এক ব্যক্তির। বিরল নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস (Necrotizing Fasciitis) রোগে আক্রান্ত হয়ে গত শনিবার তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের নাম মৃন্ময় রায়।

হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ৪৪ বছরের এক ব্যক্তি। তারপর তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় গত ২৩ অক্টোবর তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর পরীক্ষা করে জানা যায়, বিরল নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস রোগে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। তাই কোনও চিকিৎসাই কাজে আসছে না। যদি আগে বিষয়টি জানা যেত তাহলে তাঁর বাঁ পায়ের কিছুটা অংশ কেটে বিষয়টি সামলা দেওয়ার চেষ্টা করতেন চিকিৎসকরা। কিন্তু, ক্ষতের পরিমাণ বেশি হওয়ার কারণে চিকিৎসকরা সেই ঝুঁকি আর নিতে চাননি। বরং ভেন্টিলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু, শেষরক্ষা হল না। গত শনিবার মৃত্যু হল তাঁর।

এপ্রসঙ্গে আরজি কর হাসপাতালের শল্য অধ্যাপক হিমাংশু রায় জানান, ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের পিছন দিকে লোহার রড ঢুকে গিয়েছিল। তখন থেকেই ইনফেকশন শুরু হয়। যখন আমরা রোগীকে পাই, তখনই তাঁর শ্বাসকষ্ট ছিল। ক্রিয়েটিনিন লেভেলটা বেশি ছিল। ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত বাঁচানো গেল না। তবে একটি মাত্র ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় না। একাধিক ব্যাকটেরিয়া সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে চামড়া ও পেশীর মাঝের স্তরে।  দ্রুত রোগ ধরা পড়লে সংক্রমিত অংশ কেটে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে বাঁচানো যায় রোগীকে। কিন্তু, এক্ষেত্রে সেইসময় পাওয়া যায়নি।