Burning, Representational Image (Photo Credit: Pixabay)

বেআইনি  সিলিন্ডার কারখানা গজিয়ে উঠেছিল এলাকায়। কার্যত একাধিক বসতবাড়ির মাঝেই তৈরি হয়ছিল এই কারখানা। আর সেই কারণেই ঘটল বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আমডাঙার উলুডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কের কাছে। জানা যাচ্ছে, এদিন দুপুরে আচমকাই আগুনের ফুলকি দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরমধ্যাই আচমকা ওপরের ছাঁদ ফাটিয়ে একটি সিলিন্ডার উড়ে এসে পড়ে পাশের বাড়িতে আর সেখানেও আগুন লেগে যায়। এরমধ্যে ক্রমাগত সিলিন্ডার ফাটার আওয়াজ আসতে থাকে ভেতর থেকে।

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও থানায়। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে পরিস্থিতি ভয়াবহ দেখে পরে ঘটনাস্থলে আসে একাধিক দমকলের ইঞ্জিন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আশেপাশের একাধিক বাড়ি থেকে লোকজনদের বের করে নিরাপদ স্থানে পাঠানো হয়। এই ঘটনার জেরে সামনে রাস্তায় বেশ অনেকক্ষণ ধরেই যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে চলে এসেছে স্থানীয় পুলিশও। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।