কালীপুজোর আগের দিন মধ্যমগ্রামে (Madhyamgram) একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, বুধবার দুপুরে বাদু এলাকায় একটি কারখানা থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। চলছে অগ্নি নির্বাপনের কাজ। যদিও কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে যখন আগুন লাগে সেই সময় কারখানায় ছিল একাধিক শ্রমিক। সূত্রের খবর, আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন অনেকে। যদিও স্থানীয় প্রশাসন এখনই হতাহতের খবর নিশ্চিত করেনি। আগুন লাগার সঠিক কারণ এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, বছর খানেক আগে এই মধ্যমগ্রামেই এক গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানেও কারখানার মধ্যে ছিল একাধিক শ্রমিক। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। সেই সময়ও অনেকের মৃত্যু হয়েছিল। ফলে এবারেও অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতে ইতিমধ্যেই স্থানীয়রা কারখানাগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।