প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কসবার শপিং মলে অগ্নিকাণ্ডের পর ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার বিবাদি বাগ এলাকার ব্যাঙ্কশাল কোর্টের (Bankshall Court) পেছনে ৫ নম্বর গার্স্টিন প্লেসে আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৭টি ইঞ্জিন। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে একটি সময়ে বহুতল থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেয় দমকল বাহিনীকে। প্রথমে ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন আসে। পরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ও বাড়ির মালিক তথা ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক।

এই বহুতলের নিচেই দীর্ঘদিন ধরে বসবাস করছে ২৫টি পরিবার। ফলে তাঁরা আতঙ্কে রয়েছেন যে আগুন লাগার ফলে পুরোনো বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে। সেই কারণে আপাতত তাঁদের ওই এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। যদিও আগুন লাগার সময় ওই বিল্ডিংয়ে কেউ ছিল না বলে হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে আগুন এখনও নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্ত করেই সঠিক বিষয়টি জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।

মূলত, এই বাড়ির ওপরের অংশে আইনজীবীদের চেম্বার ছিল। আর সেই অংশটিই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। আর প্রচুর নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। কাউন্সিলর সন্তোষ পাঠক জানিয়েছেন, বাড়িটে ১০০ বছরের বেশি পুরোনো। বাড়ির নিচে রাসায়নিক গুদাম ছিল, ফলে সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে বলে তাঁর অনুমান।