কলকাতা, ৩১ মার্চ : ফের স্ট্র্যান্ড রোডের (Strand Road) বহুতলে আগুনের (Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে স্ট্র্যান্ড রোডে বহুতলে আগুন লাগার পরপরই সেখানে পৌঁছে যায় দমকলের পরপর ১১টি ইঞ্জিন (Fire Tenders)।
স্ট্র্যান্ড রোডের সংশ্লিষ্ট বহুতলের ৪ তলায় কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, আপাতত আগুন নিয়ন্ত্রণে। কোনও হতাহতের খবরও মেলেনি।
Kolkata: Fire breaks out on 4th floor of a high-rise building on Strand Road; 11 fire tenders rushed to the spot
Details awaited
— ANI (@ANI) March 31, 2021
সম্প্রতি স্ট্যান্ড রোডে রেলভবনে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত ৮ মার্চ স্ট্র্যান্ড রোডের ওই রেল ভবনে আগুন লাগে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতা শহরের বুকে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে প্রশাসনের।