এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লাগে সিটি স্ক্যান বিল্ডিংয়ে। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। হাসপাতাল সূত্রে খবর, যে জায়গায় আগুন লেগেছে, সেখানে কোনও রোগী ছিলেন না। হাসপাতালের কয়েক জন কর্মী ছিলেন। তাই বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। তিনি বলেন, “আমরা উপরে গিয়েছিলাম। এখনও অবধি যা বুঝতে পারছি একটা স্ক্যান করার মেশিন থেকে আগুন লেগেছে। দমকল এসে নিয়ন্ত্রণে এনেছে। দমকল কাজ করছে। রোগী সরানোর ব্যাপার নেই । ওখানে রোগী নেই। “
West Bengal | Fire broke out in SSKM hospital in Kolkata. Ten fire tenders were brought on the spot.
Fire broke out in CT scan machine, an audit is being done. Emergency services started again. Fire is completely under control. Nobody injured: State minister Aroop Biswas pic.twitter.com/QKPhlePJig
— ANI (@ANI) November 17, 2022
রাতেই হাসপাতালে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, “এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যেখানে আগুন লেগেছিল সেখানে শুক্রবার ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন। এরপরই বোঝা যাবে আগুন লাগার কারণ।”
West Bengal | At around 10.30 pm fire broke out in the CT scan room at SSKM hospital & fire tenders were called. Locals helped in evacuation. Fire is under control, cooling process is underway. Forensic experts to probe further: Vineet Kumar Goyal, Commissioner of Police, Kolkata pic.twitter.com/fzRQyCoGKT
— ANI (@ANI) November 17, 2022