প্রতীকী ছবি (Photo Credit: X)

নারী দিবসের দিনই যাদবপুরে (Jadavpur) কিশোরী মেয়েকে খুনের চেষ্টা করল বাবা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে যাদবপুরের আনন্দপল্লী এলাকায়। অভিযোগ, তিনতলা বাড়ির ব্যালকনি থেকে বছর ১৫-এর মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয় চিন্ময় গোপ নামে ওই ব্যক্তি। পাশের বাড়ির প্রতিবেশী গোটা বিষয়টি দেখে স্থানীয় থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কী কারণে ওই কিশোরীকে খুন করার চেষ্টা করল তা এখনও জানা যায়নি।

অভিযোগ দায়ের করেে প্রতিবেশি

পুলিশসূত্রে খবর, এদিন বেলা দেড়টা নাগাদ থানায় ফোন আসে। সেখানে জানানো হয় ঘটনার কথা। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে পুলি। তারপর আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

গ্রেফতার অভিযুক্ত

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েঠে চিন্ময় গোপ নামে ওই ব্যক্তিকে। যদিও গ্রেফতারির পর থেকেই মুখে কোনও কথা নেই তাঁর। ফলে কী কারণে ঘটল এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।