জয়নগরের পর এবার ফারাক্কা (Farakka)। মাত্র দুই মাসের মধ্যে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দুই দোষীকে সাজা শোনাল আদালত। বৃহস্পতিবারেই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর আদালত। আজ দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে। একদিকে যখন আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই চার্জশিট না দিতে পারায় সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল, তখন অন্যদিকে এই ঘটনার পরবর্তীকালে জয়নগর ও ফারাক্কায় দুই নাবালিকা ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের সাজাও হয়ে গেল।
ফারাক্কার ঘটনায় দোষীদের সাজা ঘোষণার পর উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, একসপ্তাহ আগেই রাজ্য পুলিশের দ্রুত তদন্তের কারণে জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ৬২ দিনের মাথায় সাজা শুনিয়েছে আদালত। এর এক সপ্তাহের মধ্যেই ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দুমাসের মধ্যে সাজা শোনাল আদালত। আগেও বলেছি, এবং এখন আবারও বলছি, ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। সমাজের প্রতিনিধি হিসেবে এই ধরনের জঘন্য কাজ যারা করছে তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা উচিত। সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হলে এবং অপরাধীরা সাজা পেলে যাঁরা এই ধরনের অপরাধ করতেও যাচ্ছে, তাঁদের কাছে কড়া বার্তা পৌঁছাবে।
প্রসঙ্গত, ফারাক্কায় দাদুর বাড়িতে পুজোর সময় ঘুরতে এসে মৃত্যু হয় ওই নাবালিকা। প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর রক্তাক্ত দেহ। জানা যাচ্ছে, ফুল দেওয়া নাম করে নিজের ঘরে ডেকেছিল দীনবন্ধু। নাবালিকা ঘরে যেতেই শুভজিৎ ও দীনবন্ধু জোর করে ধর্ষণ করে ওই নাবালিকাকে। পরে গলা টিপে, মাথা থেঁতলে খুন করা হয় তাঁকে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ধর্ষণের ইঙ্গিত। এমনকী জামাকাপড়েও একাধিক অভিযুক্তরা যে ধর্ষণ করেছে, তার নমুনা মেলে। যার ফলে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা সহজ হয়।