উত্তর থেকে দক্ষিণ, কলকাতা বিভিন্ন প্রান্ত তো বটেই জেলাতেও আলোর খেলায় মেতেছে রাজ্যবাসী। রাত যত গড়াবে, ততই রঙীন হবে আকাশ। আর এই বিশেষ দিনে উত্তর কলকাতার আকাশে কিন্তু প্রথা মেনেই ওড়ানো হল ফানুস (Fanush Festival)। ১০০ বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে। এখন রাজ্যের সমস্ত জায়গাতে এই ফেস্টিভ্যাল হলেও মল্লিক পরিবারের ফানুস ওড়ানোর জনপ্রিয়তা আজও কমেনি। করবাগানে প্রতিবছরের মতো এই বছরেও বৃহস্পতিবার বিকেল থেকে ওড়ানো হচ্ছে ফানুস। আর সেই ফানুস ওড়ানো দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
ফানুস নির্মাতা প্রদ্যুত কুমার মল্লিক জানিয়েছেন, এই প্রথা নর্থ কলকাতায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমাদের পরিবার অনেকদিন ধরেই কালীপুুজোয় ফানুস ওড়াচ্ছেন। এখন আমি এই রীতি নিয়ে এগোচ্ছি। বিজ্ঞানসম্মতভাবেই আমরা ফানুস ওড়াই। এভাবেই আমরা কালীপুজো পালন করি। একসময় কলকাতার প্রাক্তন মেয়র গোবিন্দ দে-এর বাড়ি থেকে আমরা ফানুস উড়িয়েছি। ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ, কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফানুস বানাই। কিন্তু দিওয়ালীর সময় বেশি পরিমানে বানানো হয়।
Watch: Fanush Festival Celebrated on the Occasion of Diwali in Kolkata pic.twitter.com/tlcjQ4XSfN
— IANS (@ians_india) October 31, 2024