৫০ বছর আগে দেশে যখন জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় বাংলায় কংগ্রেস দলের যুবনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আজকে যখন বিজেপি সংবিধান হত্যা দিবস পালন করছে, তখন বঙ্গ বিজেপির নিশানায় বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “জয়প্রকাশ নারায়ণ যখন কলকাতায় এসেছিলেন তখন তাঁর গাড়ির বোনেটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন তিনি এর বিরোধীতা কেন করবেন। ওই সময় ইন্দিরা গান্ধী হিন্দুত্ববাদী নেতা বা জনসঙ্ঘের নেতাকর্মীদের জেলে ভরেছিলেন। আর এখানে বাংলায় রাম নবমী, হনুমান জয়ন্তী করতে গেলে একই ঘটনা ঘটছে। ৫০ বছর আগে ইন্দিরা গান্ধী প্রতিবাদ করলে গ্রেফতার করতেন, এখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন”।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
#WATCH | Kolkata | On the completion of 50 years of the Emergency, West Bengal LoP Assembly and BJP leader Suvendu Adhikari says, "Mamata Banerjee is the supporter of the Emergency. She humiliated JP Narayan when she was a student leader... During the Emergency, Hindutvavadi and… pic.twitter.com/rGLMIsh1jj
— ANI (@ANI) June 25, 2025