Mahalaya Before Durga Puja (Photo Credit: X)

Durga Puja 2025: শহরে 'দুগ্গা এল, দুগ্গা এল, দুগ্গা এল' মুড তুঙ্গে। আর মাত্র দিন কুড়ি। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের পুজো- দুর্গাপুজো। তার আগে শহরের আকাশ আপাতত পরিষ্কার। প্রায় সব জায়গাতেই প্যান্ডেল বাধার কাজ মাঝের পথে। কলকাতার বড় পুজোগুলিতে প্যান্ডেলের কাজ শেষের দিকে। ফলে শহর পুজোর মুডে ঢুকে পড়ছে। এখন মহালয়া থেকেই বড় পুজোগুলোর উদ্বোধন শুরু হয়ে যায়। তৃতীয় থেকেই প্যান্ডেলের সামনে দেখা যায় লম্বা লাইন। তাই লাইটিংয়ের কাজ এখন থেকেই শেষের পথে। এই কারণেই দিন কুড়ি আগেই শহরে পুজো পুজো গন্ধটা প্রবল।

এবার চমক- বিশ্বের সবচেয়ে বড় দুর্গা থেকে নিউ জার্সির অক্ষরধাম মন্দির

শহরের রাস্তায় পুজো কমিটিগুলির হোর্ডিং, হাতছানি দিয়ে ঢাকছে। বড় বড় পুজো কমিটি সোশ্যাল মিডিয়ায় একের পর এক টিজার ভিডিও প্রকাশ করে পুজো নিয়ে আগ্রহ বাড়ছে। কোথাও নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, তো কোথাও অপারেশন সিঁদুর, কোথাও আবার বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা মূর্তি। এবার কলকাতার পুজোয় চমকপ্রদ আয়োজন। দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে এই নতুন ধারা। আরও পড়ুন-তীব্র রোদে ভ্যাপসা গরম, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস; উত্তরবঙ্গেও বৃষ্টি-দুর্যোগ চলবে সপ্তাহজুড়েই জানাল আবহাওয়া দফতর

পুজোর মুখে শহরের রাস্তায় তীব্র যানজট

তবে পুজোর প্যান্ডেল, প্রস্তুতি, বাজারে ভিড়ের কারণে যানজটও হচ্ছে খুব। এতে অফিসযাত্রীরা বেশ সমস্যায় পড়ছেন। মেট্রোয় ঘনঘন বিপত্তিতে নিত্যযাত্রীদের নাভিশ্বাস আরও বাড়ছে। দীর্ঘ জ্যামের কথা স্বীকার করছেন কলকাতার ট্র্যাফিক পুলিশ কর্তারাও। এদিকে, শহরের শপিং মল, দোকান-বাজার, ফুটপাথে পুজোর শপিং জোরকদমে চলছে। হাতিবাগান থেকে বালিগঞ্জ, বেহালা থেকে বেলগাছিয়া, টালা থেকে টালিগঞ্জ। সব জায়গাতেই পুজোর বাজারে মানুষের ঢল। ছোট-বড় ব্যবসায়ীদেরও মুখে হাসি। এবার আবার অনলাইনের দৌড়ও সমান। জামাকাপড়, জুতো, ইলেকট্রনিক্স প্রায় সব কিছুর ডেলিভারিতে ব্যস্ত ডেলিভারি বয়েরা জানাচ্ছেন, গতবারের তুলনায় অর্ডার এবার অনেক বেশি। তবে সবাই চাইছেন কটা দিন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলেই পুজোর বাজারে ক্রেতার অভাব শুরু হয়। মানুষের কেনার ইচ্ছাটাও চলে যায়।