Durga Puja 2019: বৃষ্টিতে ভাসতে চলেছে পুজো, জানুন ষষ্ঠী থেকে দশমী-কেমন থাকতে পারে আবহাওয়া
পুজোয় বৃষ্টি ভাসতে পারে। ফাইল ছবি। (Photo Credits: PTI)

কলকাতা, ২ অক্টোবর: পুজোয় অসুর হয়ে দেখা দিতে পারে বৃষ্টি। আশঙ্কাটা সত্যি হল। এবার পুজোতে বৃষ্টি হচ্ছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে এবার পুজোয় কপালে হাত দিতে হবে শহরবাসীকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর পাঁচদিনই কম-বেশি বৃষ্টি হবে। আজ, কাল মানে চতুর্থী, পঞ্চমীতে বৃষ্টির সম্ভবনা না থাকলেও ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী থেকে দশমী-বৃষ্টিতে পুরো ভাসতে চলেছে। এবার দেরি করেই এসেছে বর্ষা। তাই থাকবেও অনেকদিন। এর মধ্যে আবার পুজোও পড়ে যাচ্ছে।

আবহাওয়া দফতর (IMD)-র পূর্বাভাস অনুযায়ী সপ্তমী (শনিবার) ও অষ্টমী (রবিবার) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর নবমী (সোমবার), দশমী (মঙ্গলবার) ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতের থেকে দিনে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুরুর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে দাপট বাড়াবে বৃষ্টি। ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। পরে দশমী পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ আরও পড়ুন-বিশ্ব সুন্দরীকে দেখতে খারাপ লাগছে, নিন্দায় মুখর নেটিজেনরা

আজ চতুর্থী (Chaturthi)। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ছুটির কারণে আজ থেকেই ঠাকুর দেখার শুরু হয়ে যাচ্ছে। মণ্ডপে মণ্ডপে আজ থেকেই দর্শনার্থীদের ঢল নামতে চলেছে। বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তৃতীয়া-চতুর্থী থেকেই ঠাকুর দেখার ভিড় বাড়ে। যেহেতু আজ সরকারী ছুটি তাই ভিড়ের মাত্রাটা বাড়বে। যদিও বৃষ্টি নিয়ে ভয় থেকেই যাচ্ছে।

অনেক অফিসে কাল থেকেই ছুটি পড়ে গিয়েছে। এমন অবস্থায় শহরের বিখ্যাত মণ্ডপগুলিতে আজ থেকেই যা দর্শনার্থীদের জোয়ারে ভাসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আজ সন্ধ্যায় শহরের বিভিন্ন মণ্ডপে ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশ। যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।