Dilip Ghosh (Photo Credit: File Photo)

কলকাতা, ৪ জুলাই: দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি এবার বিজেপি (BJP) ছাড়ছেন? পদ্মফুলের শিবির ছেড়ে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে জোর কদমে। দিলীপ ঘোষের তৃণমূল যাত্রা কি শুধু সময়ের অপেক্ষা না প্রাক্তন সাসংদ সত্যিই এবার জোড়াফুল শিবিরে চলে যাচ্ছেন? এমন প্রশ্ন জোরদার উঠতে শুরু করেছে।

শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) সবে সবে বিজেপির রাজ্য সভাপতির পদে বসেছেন। শমীক ভট্টাচার্য যখন বিজেপির রাজ্য সভাপতি পদের দায়িত্ব নেন, সেখানে হাজির ছিলেন না দিলীপ ঘোষ। জানা যায়, আমন্ত্রণ পানন বলেই শমীক ভট্টাচার্যের হাতে ক্ষমতা হস্তান্তরের দিন দিলীপ সেখানে হাজির হননি। যা নিয়ে বহু জল্পনা অব্যাহত।

আরও পড়ুন: Dilip Ghosh On Fake Voter Issue: তৃণমূল যে ভোটে জয়লাভ করে, তা ভুয়ো ভোটারদের কাছ থেকেই আসে,বললেন দিলীপ ঘোষ

এবার দিলীপ ঘোষকে দল বদল নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট বলেন, কারও কিছু কল্পনা করতে সময় লাগে না। তাই যাঁর যা ইচ্ছা, তিনি কল্পনা করতে পারেন। এবার তাঁকে নিয়ে কল্পনা কিংবা চিন্তা ভাবনার সময় নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই পর্যন্ত। তাই তাঁর এখানে কিছু বলার নেই।

এসবের পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, দল যেখানে তাঁকে ডাকে, তিনি যান। দল না ডাকলে সেখানে তিনি যান না। দল ভাল মনে করেছে বেলই তাঁকে সাংসদ করেছে। দল বুঝেছে বলেই তাঁকে নিরাপত্তা দেয় বা যে গাড়ি তিনি ব্যবহার করছেন, সেটি দিয়েছে। দলের নির্দেশ বলে কিছু রয়েছে। তার বাইরে তিনি কখনও যাননি। যাবেন না ভবিযতে। অর্থাৎ দিলীপ ঘোষ প্রায় স্পষ্ট করেই জানিয়ে দেন, দল তাঁকে ডাকেনি বলেই তিনি শমীক ভট্টাচার্যের সভাপতি পদে আরোহনের অনুষ্ঠানে হাজির হননি।