
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ( BJP leader Dilip Ghosh)। এসএসসি শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim) মন্তব্যেরও সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, তৃণমূল সরকারের দিন ঘনিয়ে এসেছে, সেই কারণেই আতঙ্কিত।
কী বললেন দিলীপ ঘোষঃ
#WATCH | Paschim Medinipur, West Bengal | On SSC teachers' protest, BJP leader Dilip Ghosh says "This government has become unpopular. They are not taking decisions. When people are speaking against them, they are being threatened. It is time for the government to go now. The… pic.twitter.com/T2z6XkMR0b
— ANI (@ANI) May 19, 2025
সোমবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "২৬,০০০ শিক্ষক চাকরি (Dilip Ghosh On Teachers Protest) হারানোর পর থেকেই নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করে আসছেন। তাঁদের মধ্যে ১৮,০০০ জন কোনও দুর্নীতি ছাড়াই পরীক্ষার মাধ্যমে নিজেদের চাকরি নিশ্চিত করেছেন, তাঁদের চাকরি পুনর্বহাল করতে হবে। এটি ঢাকতে, তাঁরা এখন সৎ ব্যক্তিদের উপর আক্রমণ করছে, তাঁদের সম্মানহানি করছে, গালিগালাজ করছে, লাঠিচার্জ করছে এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। একটি সরকার কীভাবে এমনটা করতে পারে? সরকারের দিন ঘনিয়ে এসেছে, সেই কারণেই আতঙ্কিত।" দিলীপ ঘোষ আরও বলেছেন, "এই সরকার অজনপ্রিয় হয়ে উঠেছে। তাঁরা সিদ্ধান্ত নিচ্ছে না। যখন মানুষ তাঁদের বিরুদ্ধে কথা বলছে, তখন হুমকি দেওয়া হচ্ছে। এখন সরকারের চলে যাওয়ার সময় এসেছে। স্কুলে যাদের শিক্ষকদের পড়ানো উচিত ছিল, তাঁরা এখন রাস্তায় প্রতিবাদ করছেন। বাংলার শিশুদের ভবিষ্যতের কথা কে ভাববে?"