পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির দাপুটে নেতা বলেন দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী এবং বিধায়করা জেলে। সবাই জানে চোর কারা। এখানে এসআইআর (SIR) শুরু হওয়ার পর, এখানকার ১ কোটিরও বেশি ভুয়ো ভোটারদেরও বের করে দেওয়া হবে, তাই তাদের সরকার এখানেও গঠিত হবে না। তারা এতে ভীত, তাই তারা এমন অর্থহীন বক্তব্য পেশ করছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে।"
#WATCH | West Medinipur | On West Bengal CM Mamata Banerjee's statement, BJP leader Dilip Ghosh says, "Ministers and MLAs of Mamata Banerjee's government are in jail. Everyone knows who the thieves are. After SIR starts here, the more than 1 crore fake voters here will also be… pic.twitter.com/u89Jy2F8uZ— ANI (@ANI) August 27, 2025
অন্যান্য রাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পাড়ি জমানোর বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "বাংলায় কোনও সুযোগ নেই, যে কারণে মানুষ এখান থেকে পাড়ি জমাচ্ছে।" ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যেহেতু মানুষ কাশ্মীর সম্পর্কে জানতে পেরেছে, বাংলার অবস্থা তার চেয়েও খারাপ।" ১৩০-তম সংবিধান সংশোধনী বিল সম্পর্কে দিলীপ ঘোষ বলেছেন, "বিলটি পাস হয়ে গেলে, এটি আইনে পরিণত হবে এবং দেশে বিদ্যমান দুর্নীতি ধীরে ধীরে হ্রাস পাবে।"