ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে। তবে এবার সেই শহিদ দিবসের চেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে -দিলীপ ঘোষকে কী সেই মঞ্চে দেখা যাবে? প্রশ্ন ওঠার পিছনে রয়েছে অনেকগুলি কারণ। গত ২০২৪ লোকসভা নির্বাচনে হারের পর তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পাশাপাশি চলতি বছরে বিয়ে করেছেন তিনি। আর তাঁর ঠিক পরেই দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে তাঁকে দেখা গেছে মুখ্যমন্ত্রীর পাশে। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মঞ্চেও দেখা মেলেনি প্রাক্তন রাজ্য সভাপতির। তাই স্বাভাবিকভাবেই গুজব রটছে বা প্রশ্ন উঠেছে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে এবার কি সংঘের অন্যতম সদস্য, ‘আদি’ বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখা যাবে?” সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণরত দিলীপ ঘোষকে সাংবাদিকরা এই প্রশ্ন করলে জবাবেই তিনি বললেন, ”কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কী হয়। মানুষ কী জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। ২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।”
Dilip Ghosh: এবার তৃণুমূলের ২১-এর মঞ্চে দিলীপ? #dilipghosh #mamatabanerjee #21july #banglanews #banglakhabar #livenews #latestnews #nktvbangla pic.twitter.com/WTzwcHFSbQ
— NKTV Bangla (@nktvbangla) July 7, 2025
দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র, আবার তুমুল সমালোচিতও। বিশেষত লাগামছাড়া কথাবার্তা, বেফাঁস মন্তব্যের কারণে তাঁর কুখ্যাতিও কম নেই। এই মুহূর্তে তাঁর রাজনৈতিক জীবন খানিকটা বাঁক-মোড়ের মধ্যে দিয়ে চলেছে। দলে গুরুত্ব কমেছে অনেকটা। কেরিয়ার সক্রিয় রাখতে কি তবে শিবির বদল করতে চলছেন? এসব জল্পনা চলছে। বঙ্গ রাজনীতিতে বারবার তাঁকে নিয়ে ওঠা ‘জল্পনা’ শব্দের নতুন সংজ্ঞাও শোনান বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন-“আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।”
কী চমক থাকবে ২১ জুলাই , জানালেন দিলীপ ঘোষ-
২১ জুলাই নতুন চমক থাকবে, গোটা পশ্চিমবঙ্গ দেখবে, বলেন দিলীপ ঘোষ #DilipGhosh #BJP #TMC #21July #Politics #WestBengal #Drishtibhongi https://t.co/Whcg7oiKiS
— Drishtibhongi (@Drishtibhongi) July 7, 2025