Dilip hit on mamata (Photo Credit: X@ANI)

তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কঠোর সমালোচনা করলেন । শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "বাংলায় নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচন যতই এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রমশ চিন্তিত হয়ে উঠছে। এই কারণেই তাঁরা এতটা কর্তৃত্ববাদী হয়ে উঠছে। যে কেউ তাঁদের বিরুদ্ধে কথা বললে বা প্রতিবাদ করলে তাঁদের দমন করার জন্য জোরপূর্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।  বিরোধীদের কাজ হল সরকারের ভুলগুলি তুলে ধরা। বিধানসভা তৈরি করা হয়েছিল যাতে বিধায়করা ভুলগুলি তুলে ধরতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে প্রস্তুত নন। তিনি হেরে যাওয়ার ভয় পান, তাই তিনি যা মনে আসে তাই বলেন। বিরোধীদের সাসপেন্ড করা এবং তাদের মারধর করা, গণতন্ত্রে এটি কোথায় খাপ খায়?"

বিধানসভায় বিরোধীদের সাসপেন্ড করা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "রাহুল গান্ধী নিজের কংগ্রেস দলকে বাঁচানোর দিকে মনোনিবেশ করছেন, বিহারে ২-৪টি আসন নিশ্চিত করার চেষ্টা করছেন।" 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "দ্য বেঙ্গল ফাইল বাংলার মানুষের জন্য তৈরি এবং তাঁরা এটি দেখতে পারবে না। আমার মনে হয়, এখন এটি দেখার কোনও প্রয়োজন নেই। সাধারণ মানুষ তাঁদের চোখের সামনে বেঙ্গল ফাইলে দেখানো দৃশ্যের মতোই দেখতে পাচ্ছেন।"

বেঙ্গল ফাইলস নিয়ে কী বললেন দিলীপ ঘোষ-