BJP MP Dilip Ghosh (Photo Credits: IANS)

যত গর্জালো, তত বর্ষালো না। সহ কিছু আসনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল বিজেপি। কিন্তু শনিবার ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরে একটা জিনিস পরিস্কার যে বাংলাতে আরও কোনঠাসা হতে চলেছে বিজেপি। পদ্মেটে ডাঁটা মাদারিহাট থেকে উপড়ে ফেলে দিল তো বটেই, সেই সঙ্গে বাকি পাঁচ বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোড় টক্করও দিতে পারল না বিজেপি। ফলস্বরূপ ছয় বলে ছ'টা ছয় হাঁকালো ঘাসফুল শিবির। আর এই ভরাডুবি নিয়ে মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শনিবার উপ নির্বাচনের ফল নিয়ে তৃণমূল কংগ্রেসকেই ঘুরিয়ে দায়ী করলেন দিলীপ। তাঁর মতে, "আ"মি আগে থেকেই জানতাম এই ৬টি আসনেই আমদের পরাজয় হবে। বেশিরভাগ জায়গাতেই বিরোধীরা কত শতাংশ পাবে তা তৃণমূলই ঠিক কবে। আসলে ভোট ওরাই করায় তাই ভরাই যেতে। ৯০ শতাংশ ভোট ওরাই আগে থেকে করে দেয়। না হলে আমরা যেসব জায়গায় গিয়েছিলাম সবেতেই মানুষ আমাদের পাশে ছিল। ফলে নিরপেক্ষ নির্বাচন হলে সম্ভবত আমরাই জিততাম"।