Link Voter ID With Adhaar card (Photo Credit PTI

কাল, মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন। গত ২৬ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnu Pada Ray)। বিধায়কের মৃত্যুতে খালি হওয়ায় জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৫ সেপ্টেম্বর। ভোট গণনা ৮ সেপ্টেম্বর। গড় রক্ষার লড়াইয়ে ধূপগুড়িতে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়-কে। সেখানে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেসের সমর্থনে ধূপগুড়িতে বাম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়। রায় লড়াইয়ে প্রচারে বাকিদের টেক্কা দিয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। লোকসভা নির্বাচনের কাছে বিজেপি-র কাছে চ্য়ালেঞ্জ নিজেদের গড় ধরে রাখার। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় এই কেন্দ্রে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূলের সেই সময়ের বিধায়ক মিতালী রায়কে।

তৃণমূলের সামনে সুযোগ সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে হারের ধাক্কা কাটিয়ে বিজেপি গড়ে থাবা বসানো। এই বিধানসভা উপনির্বাচনের আগে দলবদলের রাজনীতি তুঙ্গে ওঠে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতি দ্বীপেন প্রামাণিক। এরপর ধূপগুড়িতে তৃণমূল প্রাক্তন বিধায়ক মিতালী রায় দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। আরও পড়ুন-সনাতন ধর্ম নিয়ে উদয়ানিধি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্য নিয়ে বড় কথা বললেন মমতা

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তেমন ভাল করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনের আগে ধূপগুড়ি ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। অন্যদিকে, একটা সময় নিজেদের দখলে থাকা ধূপগুড়ি পুর্নদখল করতে চাইবে তৃণমূল। ধুপগুড়ির সঙ্গে দেশের আরও ৫টি রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনে হবে কাল, মঙ্গলবার। তার মধ্য়ে দুটি ত্রিপুরায় (বক্সানগর, ধানপুর), উত্তরপ্রদেশ (ঘোষি), উত্তরাখণ্ড (বাগেশ্বর), ঝাড়খণ্ড (ডুমরি) ও কেরলে (পুথুপল্লি() একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হবে। তাদের মধ্যে সবার নজরে ইউপি-র ঘোষিতে বিজেপি বনাম সমাজবাদী পার্টির লড়াইয়ে। আরও

২০২১ বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে সেই সময়ের বিধায়িকা তৃণমূলের মিতালি রায়কে ৪ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির টিকিটে বিধায়ক হন। তবে ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের মমতা রায়কে ২০ হাজারের বেশী ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের মিতালি রায়।