Photo Credits: ANI

কলকাতা: কলকাতার (Kolkata) বাংলাদেশ উপদূতাবাসে (Deputy High Commission of Bangladesh) রবিবার পালন করা হল বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস (52nd Anniversary of Independence & National Day)। উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস (Andalib Elias, Deputy High Commissioner, Bangladesh)-সহ উপদূতাবাসের কর্মী ও বিশিষ্ট অতিথিরা।

এপ্রসঙ্গে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, "আজকের দিনটা আমাদের কাছে অন্যতম আবেগ (emotional) ও সাফল্যের (joyous) দিন। ৫২ বছর আগে আজকের দিন ভোরবেলায় দেশের জনক শেখ মুজিবর রহমান (father of the nation, Sheikh Mujibur Rahman) আমাদের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন।" আরও পড়ুন: Birbhum Shocker: পাশবিক! বীরভূমে ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগে ধৃত মোড়ল