West Bengal Weather Update: বাংলাদেশে সরে গেছে নিম্নচাপ, অষ্টমীর সকালে ঝলমলে রোদ
আকাশ থাকছে পরিস্কার (Photo Credits: Wikimedia)

কলকাতা, ২৪ অক্টোবর: দুর্বল হয়ে বাংলাদেশে সরে গেছে নিম্নচাপ (Depression)। আর সেই কারণে অষ্টমীর (Astami Puja) সকালে ঝলমলে রোদের দেখা পেল রাজ্যবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আবহাওয়ার উন্নতি। চিন্তা কমল উদ্যোক্তাদের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও থাকছে না। আরও পড়ুন: Durga Puja 2020 Maha Astami Puja: আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে চলছে পুজো, অঞ্জলি দেওয়া

একে কোভিডের ঘায়ে এবারের পুজো ম্লান, তায় গোদের উপরে বিষফোঁড়ার মতো চেপে বসেছে ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ (West Bengal Weather Update)। দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে থেকেই নিম্নচাপের সম্ভাবনার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। ষষ্ঠী থেকে দিনভর বৃষ্টিতে নাজেহাল ছিল শহরবাসী। একে করোনা, তার উপর বৃষ্টি। ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভবনার কথাও শুনিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। অবশেষে আশঙ্কা কাটল। করোনায় ঘরবন্দি হলেও মন মেজাজ চাঙ্গা থাকবে আশা করা যায়