স্থলভাগের আরও কাছে এসে চোখ রাঙাচ্ছে ডানা (Cyclone Dana)। জানা যাচ্ছে, ওড়িশার পারাদ্বীপে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আরও শক্তি বৃদ্ধি করে ল্যান্ডফল হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের। পারাদ্বীপের পাশাপাশি ধামাড়াতে অনেকটাই কাছে এসেছে পৌঁছেছে ডানা। এখানে মাত্র ৯০ কিলোমিটার দূরত্বে রয়েছে অবস্থান করছে। ফলে আজ মধ্যরাতেই পড়শি রাজ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। অন্যদিকে বাংলাতে সাগরদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দুরত্বে রয়েছে ডানা। ফলে আইএমডি-র তথ্য অনুযায়ী আগামী শুক্রবার সকালের মধ্যে এই রাজ্যে ল্যান্ডফল করবে ডানা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিশেষ করে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিকে খালি করে দেওয়া হয়েছে। ওড়িশার পাশাপাশি দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বাংলার একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কন্ট্রোল রুমে সারা রাত ধরে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।
THE SEVERE CYCLONIC STORM “DANA” (PRONOUNCED AS DANA) OVER NORTHWEST BAY OF BENGAL MOVED NORTH-NORTHWESTWARDS WITH A SPEED OF 15 KMPH DURING PAST 6 HOURS AND LAY CENTRED AT 2030 HRS IST OF TODAY, THE 24TH OCTOBER, OVER THE SAME REGION, NEAR LATITUDE 20.10° N AND LONGITUDE… pic.twitter.com/AFOl8ZZxmK
— India Meteorological Department (@Indiametdept) October 24, 2024