ক্রিকেটার মনোজ তিওয়ারি (Picture Credits: PTI)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন বাংলা ক্রিকেট দলের এক বড় মুখ মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। আগামিকাল হুগলির সাহাগঞ্জে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা। সেই সভাতেই শাসকদলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক। সংবাদ প্রতিদিন সূত্রে এমনটাই খবর। মনোজ তিওয়ারির পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলারও এদিন যোগ দিতে পারেন তৃণমূলে। উত্তরপাড়ার বাসিন্দা ওই ফুটবলারকে নিয়েও শুরু হয়েছে জল্পনা।