ভিনরাজ্যে বাংলাদেশি সন্দেহে ভারতীয় বাঙালিদের ওপর অত্যাচার চলছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি ভেবে আটক করা হচ্ছে। এই নিয়ে দিনকয়েক আগেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) এই ইস্যুতে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, “ওড়িশা এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। মহিলাদের ওপর শারীরিক নির্যাতন হচ্ছে। এই নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বেদনার সঙ্গে আপনাকে এই ইস্যুতে হস্তক্ষেপ করার আবেদন জানাচ্ছি”।
দেখুন পোস্ট
Congress leader Adhir Ranjan Chowdhury writes a letter to Prime Minister Narendra Modi
The letter reads: "It is with immense anguish and a great deal of concem that I am seeking your kind intervention for bringing to end, the unprecedented and unheard of harassment,… pic.twitter.com/MMShojliWE
— IANS (@ians_india) July 20, 2025