বাংলায় এসেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে তাঁর। বৈঠকে শিল্প থেকে পর্যটন সহ একাধিক বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হওয়া, পহেলগামে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাংলায় এলেন ওমর আবদুল্লা। ফলে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়, সেইদিকে তাকিয়ে ছিলেন অনেকে। মূলত উপত্যকায় বেশিরভাগ বাংলা থেকেই পর্যটকরা যায়। কিন্তু পহেলগাম হামলার পর থেকে সে রাজ্যের পর্যটন ব্যবসায় সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই বাংলা সফর করলেন ওমর আবদুল্লা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা
বৈঠক শেষে তিনি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওমর বলেন, “দিদি সবসময় আমার পাশে ছিলেন। পহেলগাম হামলার পর তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি সেনার গোলাগুলিতে সীমান্ত এলাকাতে ক্ষতিগ্রস্থ হয়েছিল, সেই সমস্ত এলাকাও ঘুরে দেখে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তাঁর দলের প্রতিনিধিরা। আমি অনেকবার এই রাজ্যে এসেছি। দিদি আপ্যায়ণের কোনও ত্রুটি রাখেননি। তাই এবার ওনাকে আমরাওয়া আপ্যায়ণ করতে চাই। সেই কারণে ওনাকে আমরা কাশ্মীর আসার জন্য আমন্ত্রণ করেছি”।
দেখুন ওমর আবদুল্লার বক্তব্য
Kolkata, West Bengal: Jammu and Kashmir Chief Minister Omar Abdullah says, "I had a good meeting with the Chief Minister just now. I have an old relationship with her. I came to thank her for consistently expressing concern and sympathy for Jammu and Kashmir and its people..." pic.twitter.com/mMnkPXfGtJ
— IANS (@ians_india) July 10, 2025
ওমর আবদুল্লার আমন্ত্রণ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আমন্ত্রণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অবশ্যই কাশ্মীর যাব। পুজোর পর কাশ্মীর যাওয়া পরিকল্পনা করছি। বাংলার সঙ্গে কাশ্মীরের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলার বহু মানুষ কাশ্মীর ঘুরতে যান। আমি চাইব আরও মানুষ কাশ্মীর ঘুরতে যাক। উনি সকলের নিরাপত্তা নিশ্চিত করছেন। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র। ফলে সেখানে ওনার কোনও হাত নেই। তবে উনি পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন”।