CM Mamata Banerjee, PM Narendra Modi. (Photo Credits:X)

গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য বনাম কেন্দ্র সংঘাত চলছেই। এরমধ্যে সম্প্রতি কেন্দ্রের তরফে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য এক মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে। জানা যাচ্ছে, দেশের প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে এই দায়িত্ব দেওয়া হয়। তাঁকে নিয়োগ করার পরই রাজ্যকে সেই বিষয়ে জানায় কেন্দ্র সরকার। এবার এই নিয়ে আপত্তি জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অভিযোগ, রাজ্যকে আগাম না জানিয়ে এই নিয়োগ করা হয়েছে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

নিয়োগ প্রত্যাহারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গোর্খাল্যান্ড সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আলোচনা ছাড়া কোনও পদক্ষেপ নেওয়া কারণে এই অঞ্চল ফের অশান্ত হতে পারে। পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আর এই একতরফা সিদ্ধান্ত নেওয়ার কারণে শান্তি, সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। সেই কারণে আপাতত এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়

প্রসঙ্গত, উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিবাদ সম্প্রতি চরমে পৌঁছেছে। আসলে পুজোর পর এই অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের কারণে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। অনেকের মৃত্যুও হয়েছে। সেই সময় শহরে কার্নিভালে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে বিজেপির পক্ষ থেকে কম সমালোচনা করা হয়নি। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার ত্রাণ বিলি, আর্থিক ক্ষতিপূরণ সহ সবরকম সাহায্য করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে সেভাবে সাহায্যের হাত বাড়ায়নি কেন্দ্র সরকার। যা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।