কলকাতা, ২৭জুন: কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের খারাপ ফলের জন্য বাম-কংগ্রেসকে দুষতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই তিনিই কিনা বাংলায় বিজেপিকে রুখতে বাম-কংগ্রেসকে পাশে চাইলেন। যদিও পত্রপাঠ মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে বাতিল করে দিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও সিপিআইএমের সুজন চক্রবর্তী (Sujon Chakraborty)।বিধানসভায় বুধবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনার জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতার আহ্বান, ‘‘মান্নান ভাই (কংগ্রেসের আব্দুল মান্নান) (Abdul Mannan), সুজনবাবু (সিপিএমের সুজন চক্রবর্তী), আমাদের একসঙ্গে আসা দরকার।’’তাঁরা দু’জনেই অবশ্য মাথা ঝাঁকিয়ে, হাত নেড়ে ওই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। সুজন বলেন, ‘‘নো চান্স।’’ আরও পড়ুন-'জয় শ্রী রাম' স্লোগান ঘিরে গুড়াপে উত্তেজনার মাঝে পুলিশের গুলিতে আহত বিজেপি কর্মী, বিক্ষোভে থানা লক্ষ্য করে ইট বৃষ্টি
দিল্লিতে পরে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এই সুরেই প্রতিক্রিয়া জানান। আর বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা বলেন, ‘‘জোট করুন, না করুন, বিজেপিই জিতবে।’’ এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, অন্য দল ভাঙানো, লোকসভা ভোটে বিপুল অর্থের অন্যায় ব্যবহার করে গণতন্ত্রকে কলুষিত করার অভিযোগের প্রেক্ষিতেই বলেন, ‘‘সিপিএম আমার সঙ্গে ঝগড়া করতে পারে। কংগ্রেস আমার সঙ্গে ঝগড়া করতে পারে। কিন্তু দেশটা ওরা ভেঙে তছনছ করে দেবে, তা আমি বিশ্বাস করি না।’’
উল্লেখ্য, লোকসভা ভোটের ফল বেরতেই বিজেপিকে ভোট পাচারের অভিযোগ তুলে বার বার বাম বিধায়কদের খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু মমতা এ দিন বলেন, ‘‘কেরলের মানুষ বিজেপিকে ভোট না দিয়ে বাম এবং কংগ্রেসকে দিয়েছেন বলে ধন্যবাদ। আমাদের রাজ্যের বামেরাও সবাই যে বিজেপিকে ভোট দিয়েছেন, তা নয়। সিপিএম সব ভোট শিফট করেছে, আমি তা বিশ্বাস করি না।’’ মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দেন, তিনিও ১০০ শতাংশ ভোট অন্য কাউকে পাঠাতে পারবেন না। কারণ সব ভোটার কখনওই কোনও এক জন নেতা বা একটি দলের কথা মেনে ভোট দেয় না।