Mamata Banerjee: দুদিনের জেলা সফরে আজ বোলপুরে মমতা, বিজেপি বিরোধী প্রচারে হাতিয়ার রবীন্দ্রনাথ
মমতা ব্যানার্জি (Photo Credit: Facebook/Mamata Banerjee)

বোলপুর, ২৮ ডিসেম্বর: দুদিনের জেলা সফরে আজ সোমবার বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী কাল মঙ্গলবার বোলপুর শহরে রোড শো করবেন তিনি। কিছুদিন আগেই বোলপুরে স্বপারিষদ রোড শো করে গিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শোতে ভিড় উপচে পড়েছিল। শোনা যাচ্ছে, বিরোধী বিজেপির এহেন রাজনৈতিক শক্তি প্রদর্শনের পর পাল্টা দিতে আসরে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিকে মুখ্যমন্ত্রীর জেলাসফরে আসার খবর পেয়েই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগ্রহ দেখিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে এনিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। আরও পড়ুন-Sourav Ganguly Meets WB Governor: ইডেন গার্ডেন পরিদর্শনের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের

অমিত শাহর বোলপুর সফরকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। কবিগুরুর দর্শন ভাবনায় তৈরি শান্তিনিকেতনে তাঁকেই ব্রাত্য রাখা হয়েছে। এমনকী, গুরুদেবের একদা ব্যবহৃত আসনে অমিত শাহর বসার ছবি ভাইরাল হতেই সুশীল সমাজ প্রতিবাদে মুখর হয়েছে। এদিকে আগামী কালকের রোড সোকে কেন্দ্র করে বোলপুর তৃণমূল কংগ্রেসের মধ্যে সাজসাজ রব পড়েছে। মূলত রবীন্দ্র ভাবনাকে মাথায় রেখেই হবে রোড শো। থাকবে তিনটি ট্যাবলো। ট্যাবলোতে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে যাবেন শিল্পীরা। গোটা অনুষ্ঠানের আয়োজন খতিয়ে দেখতে গতকাল রবিবার বোলপুরে পৌঁছেছেন মন্ত্রী তথা সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। সেখানে গিয়ে গানের রিহার্সাল দেখেন তিনি। নিজেও এক সময় বাকিদের সঙ্গে গলা মেলান। প্রস্তুতি পর্ব দেখার পর ইন্দ্রনীল সেনা জানান, রোড শোয়ের শেষ গান থাকবে আশ্রম সংগীত, “আমাদের শান্তিনিকেতন।” “এই গানের মধ্যে দিয়েই আমরা রবীন্দ্র ভাবনাকে তুলে ধরব। বাংলার মানুষ বাংলার সংস্কৃতি কৃষ্টি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপায়নের জন্য প্রস্তুত থাকে। এ বারও সেটাই হবে।”

তবে শুধু রবীন্দ্র সংগীত নয় যেহেতু তৃণমূল মানেই মাটির সংস্কৃতি তাই মুখ্যমন্ত্রীর রোড শোতে থাকবে বাংলার বাউল কীর্তনও। সম্প্রতি বিশ্বভারতীর এক অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। তার আগে অবশ্য অমিত শাহর বিশ্বভারতী সফর নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মমতার সফরে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরোধিতায় প্রধান হাতিয়ার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাবধারা।