২০২৫ শেষের পথে। আগামী বছরের শুরুতে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর ২০২৬-এর নির্বাচনের তৃণমূল-বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার আঁচ এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। বিশেষ করে সকলের নজর এবার ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই থাকবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। কারণ গত নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের বিরোধী দলনেতার নজর ভবানীরপুর কেন্দ্র। এমনকী আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের গড় ভবানীপুরে হারাবেন তিনি।
কী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো?
এদিকে ভোট আসতে বেশ কয়েকমাস বাকি হলেও ভবানীপুর নিয়ে কিঞ্চিৎ চিন্তিত দেখাচ্ছে মুখ্যমন্ত্রীকে। চিন্তিতর থেকে বরং আতঙ্কে রয়েছেন তিনি। বুধবার ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মেলনী করা হয় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালি থাকার কথা ছিল দলনেত্রীর। কিন্তু যান্ত্রিক গোলোযোগের কারণে ফোনেই তিনি তাঁর বার্তা পৌঁছে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম সুব্রত বক্সিরা। সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এলাকায় বস্তি ভেঙে বাড়ি হচ্ছে। এগুলি সমর্থন করি না। পরিকল্পনামাফিক এখানে বহিরাগতদের আনা হচ্ছে। যারা আগে থেকে কলকাতায় থাকছেন, তাঁদের নিয়ে কথা হচ্ছে না।
সংগঠন মজবুতের বার্তা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, ভবানীপুর থেকে প্রতিবারের মতো এবারেও ভোটে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিপরীতে প্রার্থী কে হবে, সেই নিয়ে বিজেপির থেকে এখনও বেশি চিন্তা্য় তৃণমূল। সেই কারণে এদিনের বৈঠকে সংগঠনকে আরও মজুবত করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে প্রশ্ন হচ্ছে, নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা নিয়ে কতটা আশাবাদী?