ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

রাজ্যের সব কলেজ - বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে র ডিভিশন বেঞ্চের নির্দেশ, সব কলেজ, বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চ শিক্ষা দপ্তরকে নোটিস জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে। কোনো রকম রিক্রিয়েশনের জন্য ওই রুম ব্যবহার করা যাবে না। জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে। সম্প্রতি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Lawyer Sayan Banerjee) আদালতে রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানান । কারণ উচ্চ শিক্ষা দপ্তর আগের একটি মামলায় হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে, রাজ্যের কোনো কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি। ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই। তাই সব কলেজ ইউনিয়ন রুম খোলা থাকার কোনো কারণ নেই।আদালত এই বক্তব্য শোনার পর আপাতত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সকল কলেজ ইউনিয়ন রুম বন্ধ করতে নির্দেশ হাইকোর্টের