কলকাতা, ৫ জুলাই: কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Vaccination) প্রতিবাদে বিজেপির (BJP) পুরসভা অভিযান ঘিরে তুলকালাম। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা ছিল বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে মিছিল যাওয়ার কথা ছিল কলকাতা পুরসভার দিকে।
তাই পুলিশি নিরাপত্তা অনেক বেশি মোতায়েন করা হয়। মহিলা পুলিশও রাখা হয়। হিন্দ সিনেমার সামনে থেকে তারা মিছিল শুরু করে। আচমকা পথ বদলে সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল চলে যায়। সেখানে পুলিশ মিছিল আটকাতে গেলেই পুলিশের সঙ্গে দস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের। করোনাকালে অতিমারী আইন ভেঙে বহু সংখ্যক কর্মী, সমর্থকেরা মিছিলে অংশগ্রহণ করে। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু ও অন্যান্য আরও বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীদের। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের।
আরও পড়ুন, তুষার মেহতা ‘বিজেপির সিক্রেট জেনারেল’, টুইটারে তোপ অভিষেকের
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন। মহামারী আইন লঙ্ঘন করার কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত, নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরসভা চত্ত্বর।